তেজগাঁওয়ে বাসায় রহস্যজনক বিস্ফোরণে দুই শিক্ষার্থী দগ্ধ

আগের সংবাদ

১৫ সদস্যের দলে আট নতুন মুখ : আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে টাইগাররা

পরের সংবাদ

মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি : মাদক সেবনে বাধা দেয়ায় ঈশ্বরদীতে বিপ্লব ফকির (২৪) নামে এক যুবককে সারারাত বেঁধে রেখে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব মারা যান। নিহত বিপ্লব উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা গ্রামের পান্না ফকিরের ছেলে। রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, নিহত বিপ্লবের সঙ্গে কিছুদিন আগে প্রতিবেশী মাদকসেবী যুবক পলাশ ফকিরের ছেলে শান্তর (২৩) কথা কাটাকাটি হয়। বিপ্লবের চাচা রতন এ ঘটনায় শান্তকে চড়-থাপ্পড় মারেন। সে সময়ই শান্ত বিপ্লব ও রতনকে খুনের হুমকি দেয়। তিনি আরো জানান, শুক্রবার রাত ৯টায় শান্ত কৌশলে মোবাইল ফোনে বিপ্লবকে ডেকে নেয়। এরপর পার্শ্ববর্তী জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে তাকে বেঁধে রেখে সারারাত নির্যাতন চালায়। সকালে প্রতিবেশী জ্যোৎস্না নামে এক নারীকে শান্ত নিজেই বলে বিপ্লব স্কুলের ছাদে আছে। নিহত বিপ্লবের বাবা পান্না ফকির বলেন, প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে সকাল ৮টায় স্কুলের ছাদ থেকে বিপ্লবকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্তর বড় ভাই তহিদুলকে (২৭) পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত শান্ত ও পার্শ্ববর্তী আলামিন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়