তেজগাঁওয়ে বাসায় রহস্যজনক বিস্ফোরণে দুই শিক্ষার্থী দগ্ধ

আগের সংবাদ

১৫ সদস্যের দলে আট নতুন মুখ : আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে টাইগাররা

পরের সংবাদ

গাড়ি কম বানাচ্ছে টয়োটা, বাড়বে দাম

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা বৈশ্বিক চিপ স্বল্পতায় তাদের উৎপাদন কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে। গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি ৪০ শতাংশ গাড়ি তৈরি কমিয়েছে তারা দেবে।
বিশ্বের সবচেয়ে বড় গাড়ি তৈরির প্রতিষ্ঠানটির পরিকল্পনা ছিল সেপ্টেম্বরে ৯ লাখ গাড়ি বাজারে ছাড়বে। তবে চিপ সংকটের কারণে তাদের পরিকল্পনা কাটছাঁট করে ৫ লাখ ৪০ হাজার গাড়ি তৈরি করার কথা গণমাধ্যমে জানায়।
দ্বিতীয় সর্বোচ্চ গাড়ি তৈরির প্রতিষ্ঠান ভক্সওয়াগন জানিয়েছে, তারাও একই সমস্যায় পড়ে উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মহামারির সময় বিশ্বে চিপের চাহিদা বেড়ে যায়।
বিশেষ করে স্মার্টফোন, স্মার্ট টিভি, গেইমিং কনসোলে এ সময় আগের চেয়ে কয়েক গুণ বেশি চিপ সরবরাহ শুরু হয়।
জার্মান প্রতিষ্ঠান ভক্সওয়াগন বৃহস্পতিবার জানায়, তারা চলতি বছরের শুরুতেও চিপ স্বল্পতায় উৎপাদন কমিয়ে দিয়েছিল।
গাড়ির বাজার এমন অস্থিতিশীল হওয়ায় ও সরবরাহ কমে যাওয়ায় এর দাম বাড়তে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
চিপ সংকটে এরই মধ্যে টয়োটার মতো জেনারেল মটরস, ফোর্ড, নিশান, ডেইমলার, বিএমডব্লিউ এবং রেঁনো তাদের গাড়ির উৎপাদন কমিয়ে দিয়েছে। এর আগে টয়োটা গাড়ির উৎপাদনে সবচেয়ে বাধাগ্রস্ত হয়েছিল এক দশক আগে জাপানের ফুকোশিমায় ভূমিকম্প ও সুনামি হলে।
গাড়ি উৎপাদন ব্যাহত হওয়ায় এর প্রভাব এশিয়ার বাজারে পড়বে বলে জানায় টয়োটা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়