তেজগাঁওয়ে বাসায় রহস্যজনক বিস্ফোরণে দুই শিক্ষার্থী দগ্ধ

আগের সংবাদ

১৫ সদস্যের দলে আট নতুন মুখ : আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে টাইগাররা

পরের সংবাদ

আত্রাইয়ের হাটবাজারে চাঁই বিক্রির ধুম : স্থানীয় চাহিদা মিটিয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলে

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : উত্তরাঞ্চলের মৎস্য ভান্ডারখ্যাত নওগাঁর আত্রাই উপজেলার হাটবাজারগুলোতে চাঁই বিক্রির ধুম পড়েছে। উপজেলার হাটবাজারগুলোতে প্রতিদিন শত শত চাঁই বিক্রি হচ্ছে। জানা যায়, উপজেলার সিংসাড়াসহ পাশের উপজেলা রনিজামপুর, ঝিনা, খট্টেশ্বর, কৃষ্ণপুর-মালঞ্চিসহ বিভিন্ন গ্রামের ঋষি সম্প্রদায়ের লোকেরা তাদের স্ত্রী, ছেলে, কন্যাসহ পরিবারের সব সদস্যরা মিলে এই অবসর মৌসুমে তাদের নিপুণ হাতে তৈরি করে উপজেলার আহসানগঞ্জ, কাশিয়াবাড়ী, সুটকিগাছা, পাইকরা, বজ্রপুর, বান্দাইখাড়া, মির্জাপুর-ভবানিপুরসহ বিভিন্ন হাটে বিক্রির জন্য পসরা সাজিয়ে দাঁড়িয়ে থাকে। বাঁশ কটের সুতা এবং তাল গাছের আঁশ দিয়ে তৈরি এসব চাঁই মানের দিক দিয়ে ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অঞ্চলভেদে বিশেষ করে হাওর অঞ্চলে মাছ শিকারিরা এখন থেকে পাইকারি মূল্যে তা নিয়ে যায়। ফলে এ পেশায় জড়িত পরিবারগুলো বর্ষা মৌসুমে চাই বিক্রি করেই প্রায় বছরের খোরাক ঘরে তুলে নেয়। লাভ খুব বেশি না হলেও বর্ষা মৌসুমে এর চাহিদা থাকায় রাত-দিন পরিশ্রমের মাধ্যমে চাই তৈরি করে তারা বেজায় খুশি। চাই তৈরিতে প্রকারভেদে খরচ হয় ১০০-২০০ টাকা। বিক্রি হয় ১০০-৩০০ টাকা পর্যন্ত। এতে করে খুব বেশি লাভ না হলেও পৈতৃক এ পেশা ছাড়তে তারা নারাজ। আধুনিকতার উৎকৃষ্টের তৈরি ছোট জাতের মাছ ধরার সুতি, ভাদায় ও কারেন্টজালের দাপটের কারণে দেশি প্রযুক্তির বাঁশের তৈরি খলশানিসামগ্রী এমনিতেই টিকে থাকতে পারছে না। কিন্তু জীবনের তাগিদে তারা একেবারে কর্মহীন থাকতেও চায় না। তবে সরকারি-বেসরকারি পৃষ্টপোষকতা ও সহযোগিতা পেলে মৌসুমের আগে বেশি পরিমাণ খলশানি মজুত করতে পারলে ভরা মৌসুমে বেশি দামে বিক্রি হলে লাভ ভালো হয়। এ ব্যাপারে উপজেলার চাঁই বিক্রেতারা জানান, খলশানি তৈরির সামগ্রীর দাম আগের চেয়ে অনেক বেড়েছে। তাই আগের মতো আর লাভ হয় না। দীর্ঘদিন থেকে বাপ-দাদার সঙ্গে এ ব্যবসায় জড়িত তাই ছাড়তেও পাড়ছি না। তারা আরো জানান, বর্ষা এবার আগাম শুরু হওয়ায় খলশানির কদরও বেড়েছে। হাটবাজারগুলোতেও পড়েছে বিক্রির ধুম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়