নলডাঙ্গা : আ.লীগ-বিএনপি নেতাসহ আটক ১১ জুয়াড়ি

আগের সংবাদ

উন্নয়নের ভোগান্তি আর কত : কোনো প্রকল্পই শেষ হয় না নির্ধারিত সময়ে, বছরজুড়েই চলে সেবা সংস্থাগুলোর খোঁড়াখুঁড়ি

পরের সংবাদ

১৮ মাস পর প্রাণ এলো চট্টগ্রামের নাট্যমঞ্চে

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : করোনা মহামারিতে পুরো বিশ্বই আজ বিপর্যস্ত। স্বাভাবিক জনজীবন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সবই প্রায় স্থবির হয়ে গেছে। এখন কিছুটা যেন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে সব কিছুতেই। শিল্প-সংস্কৃতিতেও বন্ধ্যাত্ব চলছে একপ্রকার। তবে ধীরে ধীরে তা উৎরানোর পথ খুঁজছেন সবাই। এমন পরিস্থিতিতেই সর্বাত্মকভাবে সচেতন থেকে এবং সব নির্দেশনা মেনে দীর্ঘ আঠারো মাস পর নাট্যমঞ্চে যেন প্রাণের স্পন্দন ফিরে এলো। তির্যক নাট্যদল তাদের এগিয়ে চলার ৪৮ বছরে গতকাল শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজা’ নাটকের নবরূপে প্রথম মঞ্চায়ন করেছে। রাজা নাটকটির নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার।
‘রাজা’ নাটকের ভাববস্তু রূপের সাধনা ও অরূপের আরাধনা নিয়ে গড়ে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাধনা ছিল প্রেমের আলোতে চিত্তমুক্তি। রবীন্দ্র ভাবাদর্শের রূপ-অরূপ, সীমা-অসীম তত্ত্বও এখানে আভাসিত। অন্ধকার ঘরের অদৃশ্য রাজা অসীম অনন্তের প্রতীক। তাকে ঘিরেই প্রধান চরিত্র ৩টির আবর্তন। সুদর্শনা, সুরঙ্গমা, ঠাকুরদা এমনকি কাঞ্চিরাজও রাজার বৃত্তেই ঘুরে চলেছে। এরা যেন বৈষ্ণবপদাবলির সেই ভক্ত স্বরূপ। এ এক বসন্তবিহীন কাল। বসন্তের আজ তাই নতুন উপলব্ধি চাই। আজ রাজাতে বসন্ত কেবল তো পটভূমি নয়, এক হিসেবে বসন্ত আবার পুরোভূমি।
প্রসঙ্গ, রবীঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে তির্যক নাট্যদলের প্রযোজনায় এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ১৫ জুন। এই নাটকে অভিনয়ে রয়েছেন- সুজিত চক্রবর্ত্তী, শায়লা শারমিন স্বাতী, লাকী মল্লিক, মাহবুবুল ইসলাম রাজিব, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্ত্তী, রোজিনা আকতার নিঝুম, ফারজানা ইসলাম টিনা, বিভোর সা’দ অপূর্ব, মিখাইল মোহাম্মদ রফিক, সালমা চৌধুরী, সাইদুর রহমান চৌধুরী, আবির কিশোর, অজয় ত্রিপুরা, সানজিদা আক্তার রূপা ও জুয়েল চাকমা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজা নাটকের দ্বিতীয় মঞ্চায়ন হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়