নলডাঙ্গা : আ.লীগ-বিএনপি নেতাসহ আটক ১১ জুয়াড়ি

আগের সংবাদ

উন্নয়নের ভোগান্তি আর কত : কোনো প্রকল্পই শেষ হয় না নির্ধারিত সময়ে, বছরজুড়েই চলে সেবা সংস্থাগুলোর খোঁড়াখুঁড়ি

পরের সংবাদ

সাপ্তাহিক ছুটিতে যাত্রীদের চাপ : পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় আট শতাধিক যানবাহন

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ প্রতিনিধি : সাপ্তাহিক ছুটির দিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ গ্রামের বাড়িতে ছুটি কাটাতে যাওয়ার কারণে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। ঘাট পয়েন্টে ছোট-বড় পরিবহন ও পণ্যবোঝাই ট্রাকসহ পারাপারের অপেক্ষায় রয়েছে আট শতাধিক যানবাহন। এ অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পার করা হলেও আটকে আছে সাধারণ পণ্যবোঝাই ট্রাক।
গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের চাপের এ তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিসি ও পুলিশ প্রশাসন।
পাটুরিয়ার দুটি ট্রাক টার্মিনালে ৫ শতাধিক, ওজন স্কেলের সামনে আরো দেড় শতাধিক এবং উথুলী সংযোগ মোড়ে আটকে আছে শতাধিক পণ্যবোঝাই ট্রাক। এছাড়া যাত্রীবাহী পরিবহন আছে শতাধিক।
শিবালয় থানার ওসি ফিরোজ কবির বলেন, পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের বাড়তি চাপের কারণে উথুলী সংযোগ মোড়ে বেশ কিছু সাধারণ পণ্যবোঝাই ট্রাক আটকে রাখা হয়েছে। তবে ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে এলে পুনরায় ঘাট অভিমুখে ওই ট্রাকগুলো পাঠানো হবে বলেও জানান তিনি। পাটুরিয়া ঘাট পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্বরত কর্মকর্তা (টিআই) রফিকুল ইসলাম বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহনগুলোকে পার করা হচ্ছে। যাত্রীবাহী পরিবহনের চাপ কমে এলে পণ্যবাহী ট্রাক পার করা হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম বলেন, শুক্রবার হওয়ায় যানবাহনের কিছুটা বাড়তি চাপ রয়েছে। দুটি ট্রাক ট্রার্মিনাল ও ওজন স্কেলের সামনে কয়েক শতাধিক ট্রাক ও শতাধিক যাত্রীবাহী পরিবহন পারের অপেক্ষায় আছে। মানুষ ও যানবাহন পারাপারের কাজে বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি নিয়োজিত আছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়