নলডাঙ্গা : আ.লীগ-বিএনপি নেতাসহ আটক ১১ জুয়াড়ি

আগের সংবাদ

উন্নয়নের ভোগান্তি আর কত : কোনো প্রকল্পই শেষ হয় না নির্ধারিত সময়ে, বছরজুড়েই চলে সেবা সংস্থাগুলোর খোঁড়াখুঁড়ি

পরের সংবাদ

নাটক পাড়ায় উৎসবের হাওয়া

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রায় দেড় বছর পর ঢাকার সংস্কৃতি অঙ্গনে আবার লেগেছে উৎসবের হাওয়া। করোনার কারণে দীর্ঘদিন আয়োজন করা হয়নি কোনো বড় পরিসরের নাট্যোৎসব। গতকাল শুক্রবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তন ও উন্মুক্ত মঞ্চে শুরু হয়েছে ১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। বর্ণাঢ্য এ উৎসবে ১৪০টি সাংস্কৃতিক সংগঠনের প্রায় সাড়ে তিন হাজার শিল্পী ও কলাকুশলী অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন উৎসব পর্ষদের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই সাংস্কৃতিক উৎসব। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উৎসবে পরিবেশিত হচ্ছে মঞ্চনাটক, পথনাটক, মূকাভিনয়, নৃত্যালেখ্য, সংগীতালেখ্য, আবৃত্তি প্রযোজনা, দলীয় সংগীত, একক সংগীত, দলীয় আবৃত্তি, একক আবৃত্তি, দলীয় নৃত্য, ধামাইল গান, গম্ভীরা, বাউল গান, শিশু-কিশোর পরিবেশনা। আজ শনিবার সন্ধ্যায় উৎসবে মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘সার্কাস সার্কাস’। আজাদ আবুল কালাম নাটকটির রচয়িতা এবং নির্দেশনাও দিয়েছেন তিনি। একটি সার্কাস দলকে কেন্দ্র করে এই নাটকের গল্প। দ্য গ্রেট বেঙ্গল সার্কাস দলটি একসময় ব্যাপক সুনাম অর্জন করে। নানা জায়গায় শো করে দলটি। অনেকদিন পর দলের ভেতর শুরু হয় কলহ। একদিন দলটি গ্রামে শো করতে যায়। সেখানে মৌলবাদের কালো থাবা এসে পড়ে। সার্কাস বন্ধ করার হুমকি আসে। সার্কাস দলে আগুন দেয়া হয়। নিহতের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় সার্কাস। এই নাটকে আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, সানজিদা প্রীতিসহ অনেকে অভিনয় করছেন। আগামীকাল রবিবার উৎসবে মঞ্চায়িত হবে অনুস্বর প্রযোজিত নাটক ‘মূল্য অমূল্য’। আর্থার মিলারের ‘দ্য প্রাইজ’ অবলম্বনে ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায়, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। মুনাফাভিত্তিক রাষ্ট্র, সমাজ আর বাজার অর্থনীতির আগ্রাসনে ভেঙে পড়া যৌথ পারিবারিক বোধের চরম মূল্য চুকানোর গল্প ‘মূল্য অমূল্য’। যেখানে বাবার ব্যবহৃত পুরনো আসবাবপত্র নিলামে বিক্রি করছে তার দুই পুত্র রঞ্জু ও মঞ্জু। তাদের মাঝে উপস্থিত চতুর নিলামদার খোদাবক্স। মূল উদ্দেশ্য ছাপিয়ে বিপরীতমুখী চরিত্রের দুই ভাইয়ের মধ্যে শুরু হয় অতীত নিয়ে দ্বিধা, বর্তমান নিয়ে হতাশা আর ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন। দুই ভাইয়ের ব্যক্তিত্বের এই দ্ব›দ্ব আর যুক্তি-তর্কের মাঝে উঠে আসে আদর্শিক পাকচক্র, আসে লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র ও হতাশাগ্রস্ত সময়ের বয়ান। অপরাধবোধ আমাদের সবাইকে এক সময় দাঁড় করিয়ে দেয় সময়ের আয়নার সামনে। সম্পর্কের মাঝেও কি তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন আসে হারা-জেতার, নাকি তা টিকিয়ে রাখার চেষ্টায় কাউকে কাউকে চুকাতে হয় জীবনের অমূল্য মূল্য। এই নাটকে অভিনয় করছেন মোহাম্মদ বারী, ডালিয়া ফেরদৌস বাণী, মেরিনা মিতু, ফরিদা লিমা, সাইফ সুমন, এস আর সম্পদ, প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়