হাসেম ফুডে অগ্নিকাণ্ড : ৩ মাস পর দগ্ধ ছেলের মরদেহ পেলেন বাবা

আগের সংবাদ

রোহিঙ্গাদের অস্ত্র-অর্থের উৎস কী

পরের সংবাদ

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপককে উকিল নোটিস

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষকে উকিল নোটিস দেয়া হয়েছে। নীলফামারী সদর উপজেলার অধিবাসী মৃত আব্বাস আলীর ছেলে মো. হোসেনের পক্ষে তার নিযুক্ত নীলফামারী জেলা জজ আদালতের কৌঁসুলি আবুল কালাম আজাদ বুধবার এ নোটিস পাঠান। নোটিসে আনা অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বনভোজনের নামে অশ্লীল গান-বাজনায় অনুষ্ঠান করে শহীদদের অবমাননা করেছেন। একই সঙ্গে শহীদ দিবসের তাৎপর্যে আঘাত হেনেছেন। এটি রাষ্ট্রদ্রোহী অপরাধ বলে নোটিসে বলা হয়েছে। এজন্য নোটিনপ্রাপ্তির তিন দিনের মধ্যে বাদী বরাবর বলা হয়েছে লিখিত জবাব দিতে।
এ বিষয়ে সুপ্লব কুমার ঘোষ জানান, এখনো নোটিস পাইনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়