হাসেম ফুডে অগ্নিকাণ্ড : ৩ মাস পর দগ্ধ ছেলের মরদেহ পেলেন বাবা

আগের সংবাদ

রোহিঙ্গাদের অস্ত্র-অর্থের উৎস কী

পরের সংবাদ

সামিট গ্রুপ : উপদেষ্টা পদে যোগ দিলেন কামরুজ্জামান

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও পেট্রোবাংলার সাবেক পরিচালক মো. কামরুজ্জামান সম্প্রতি সামিট গ্রুপের উপদেষ্টা পদে যোগ দিয়েছেন।
কামরুজ্জামান বাংলাদেশের প্রথম ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) এবং স্থলভিত্তিক টার্মিনাল স্থাপনকারী দলের সফলভাবে নেতৃত্ব দেন। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যের সালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস ইঞ্জিনিয়ারিংয়ের ওপর আরেকটি ডিগ্রি সম্পন্ন করেন। পরে তিনি যুক্তরাজ্যের স্টিরলিং বিশ্ববিদ্যালয় থেকে টেকনোলজি ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।
মো. কামরুজ্জামান বলেন, সামিট গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্প্রতি সামিট বিচক্ষণতার পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ এলএন জি-এর সঙ্গে বছরে দশ লাখ টন এলএনজি গ্রহণের চুক্তি স্বাক্ষর করেছে। আমি দেশের নিরাপদ জ্বালানি খাতে কাজ চালিয়ে যেতে চাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়