হাসেম ফুডে অগ্নিকাণ্ড : ৩ মাস পর দগ্ধ ছেলের মরদেহ পেলেন বাবা

আগের সংবাদ

রোহিঙ্গাদের অস্ত্র-অর্থের উৎস কী

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মতবিনিময় সভা

কাগজ প্রতিবেদক, কুড়িগ্রাম : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট ও দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু। এতে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা সনাক সভাপতি রওশন আরা চৌধুরী, জীবিকার পরিচালক মানিক চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ মিলন প্রমুখ।

বীজ ও সার বিতরণ

পাবনা প্রতিনিধি : সদর উপজেলায় মাষকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ প্রমুখ।

আইনশৃঙ্খলা সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাই উপজেলায় সেপ্টেম্বর মাসের সাধারণ সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে সাধারণ সভায় উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ও পরে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান এম. আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ইউপি চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়