হাসেম ফুডে অগ্নিকাণ্ড : ৩ মাস পর দগ্ধ ছেলের মরদেহ পেলেন বাবা

আগের সংবাদ

রোহিঙ্গাদের অস্ত্র-অর্থের উৎস কী

পরের সংবাদ

লালমনিহাটে ভারতীয় মহিষ ও গরু আটক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ধানক্ষেত থেকে ২৩টি ভারতীয় মহিষ ও তিনটি হরিয়ানা গরু আটক করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়া ধানক্ষেত থেকে এসব মহিষ ও গরু আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টায় আটক গরু ও মহিষ দহগ্রাম পুলিশ ফাঁড়িতে রাখা হয়। জানা গেছে, দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী মহিমপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে গরু ও মহিষ দেশে প্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) একটি দল অভিযান চালায়। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ভারতীয় ২৩টি মহিষ ও তিনটি হরিয়ানা গরু আটক করেন। ইউএনও সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষ এবং গরু আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়