হাসেম ফুডে অগ্নিকাণ্ড : ৩ মাস পর দগ্ধ ছেলের মরদেহ পেলেন বাবা

আগের সংবাদ

রোহিঙ্গাদের অস্ত্র-অর্থের উৎস কী

পরের সংবাদ

বাংলার শরৎ রূপ

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শরতের স্নিগ্ধ কোমল আকাশের ছায়া
মনোজগতে আঁকে যেন গভীর প্রেমের মায়া।
তুলোতুলো মেঘ বাড়ায় শোভা নীল গগনের গায়
স্নিগ্ধ সব সূর্যশিখা লুকায় কাশের ছায়।

প্রেমিক হৃদয় ঘুমোয় যেন শরৎ কোলে মুখ গুঁজে
সেথায় জোনাক হারায় পথ শান্তির নীড় খুঁজে খুঁজে।
অলিগলি মাড়িয়ে ব্যস্ত আমাদের আপন ঘোরাঘুরি
কাশফুলের নিবিড় ছায়ায় চলছে মনের লুকোচুরি।

দূর দিগন্তের মৃত্তিকাজুড়ে ফুলে ফুলে ভরা কাশবন
ফুলের শোভায় উদ্বেলিত হয় বাঁধনহারা যুগল মন।
সিক্ত ঘাসে মত্ত শিউলি ভোর পাখালির কলতানে
জুড়ায় তনু-মন, প্লাবিত হয় আঁখি ঘ্রাণের টানে টানে।

ফুলেল চাদরে রূপ এঁকে দিয়ে ভ্রমর যায় উড়ে
ঋতুকন্যার শোভা পায় প্রাণ বাংলার সৌন্দর্যজুড়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়