হাসেম ফুডে অগ্নিকাণ্ড : ৩ মাস পর দগ্ধ ছেলের মরদেহ পেলেন বাবা

আগের সংবাদ

রোহিঙ্গাদের অস্ত্র-অর্থের উৎস কী

পরের সংবাদ

বঙ্গরতœ শেখ হাসিনা

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আলোর মিছিল নিয়ে চলেছো তুমি বঙ্গবন্ধুকন্যা
দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
স্বপ্নের বুকে উড়ছে দেখো ঐ
অগণিত শঙ্খচিল।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রতিদিন
করছো অমানুষিক পরিশ্রম ভালোবেসে এই দেশ
নিয়েছো দুঃখী মানুষের সব ঋণ।
ফুটিয়েছো হাসি সবার মুখে
কাছে টেনে সকল চির নবীন।
স্বপ্নের উড়াল পদ্মা সেতু
দেখছে বিশ্ববাসীসহ আজ পুরো দেশ
চলছে মেট্রোরেল, হয়েছে স্বপ্নপূরণ
গড়তে ডিজিটাল বাংলাদেশ।
দিয়েছো ক্ষুধা দারিদ্র্যমুক্ত জীবন
আর সুন্দর হাসিমাখা মুখ।
দুর্গম এলাকার মানুষের মনের আকাশে দেখো
ফুটেছে কত শত ফুল পেয়েছে আশ্রয় সকল
ভূমি আর গৃহহীন খুশিতে ভরেছে কত মুখ
কর্মসংস্থানে তাই এগিয়ে যুবক আর তরুণ
নতুন আশায় বেঁধেছে যেন তাদেরই বৃদ্ধ বাবা আর মায়ের বুক।
জ্বালিয়েছো আলো গহিন বনে নিয়েছো জায়গা করে সবার মনে।

এই বাংলায় হবে যেদিন রাজাকারের প্রজন্ম বিলীন
গর্বে উঠবে ভরে সেদিন এই বুকের জমিন।

তোমার মনের আকাশে তবু কালো মেঘ
জাতির পিতার রক্ত বুকে নিয়ে চলেছো তুমি
তোমার হাসিমুখ আজ তবুও হয়তো মলিন।
তুমি মৃত্যুঞ্জয়আমরাও রয়েছি সাথে
তোমারই আস্থার মুজিব সৈনিক
সামনে এগিয়ে চলো তুমি নির্ভীক।
লক্ষ্য ২০৪১ থাকবে অটুট ইচ্ছেরা সব ডানা মেলুক
ভালোবাসা আর কল্পনার রঙ হয়ে উঠুক
আরো বেশি বেশি রঙিন আরো বেশি বর্ণিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়