হাসেম ফুডে অগ্নিকাণ্ড : ৩ মাস পর দগ্ধ ছেলের মরদেহ পেলেন বাবা

আগের সংবাদ

রোহিঙ্গাদের অস্ত্র-অর্থের উৎস কী

পরের সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে ত্রিপুরায় গেল দুই টন ইলিশ

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : দীর্ঘ ৮ বছর পর দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুমতিতে আগরতলায় গেল ইলিশ মাছ। গতকাল বৃহস্পতিবার সকালে মাছভর্তি ১০০টি বাক্স নিয়ে একটি পিকআপ আগরতলায় প্রবেশ করে। বাংলাদেশের রপ্তানিকারক বিডিএস করপোরশন মাছগুলো পাঠিয়েছে। ত্রিপুরার আগরতলার বিদ্যা এন্টারপ্রাইজ মাছগুলো আমদানি করে। মাছের সিএন্ডএফ এজন্ট প্রতিষ্ঠান মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তফা মোল্লা বলেন, ২০১৩ সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি বন্ধ ছিল।

দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে ২ টন মাছ রপ্তানি করা হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করা হবে।
খেঁাঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ৫২ জন রপ্তানিকারককে ৪০ টন করে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় ইলিশ মাছ রপ্তানি হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি হাজি মো. শফিকুল ইসলাম বলেন, ত্রিপুরায় ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘদিন পর ত্রিপুরায় ইলিশ যাওয়ায় দুদেশের ব্যবসায়ী ও মানুষের মাঝে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।
আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিডিএস করপোরেশন ৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। আজকে ২ টন মাছ রপ্তানি করেছে। প্রতি কেজি ইলিশের দাম ১০ ডলার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়