হাসেম ফুডে অগ্নিকাণ্ড : ৩ মাস পর দগ্ধ ছেলের মরদেহ পেলেন বাবা

আগের সংবাদ

রোহিঙ্গাদের অস্ত্র-অর্থের উৎস কী

পরের সংবাদ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : ধলপুর বস্তিতে পুড়ল ৩ ঘর

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর ধলপুর বস্তিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ভয়াবহতা বিবেচনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় বস্তির ৩টি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হলেও ভয়াবহতা বিবেচনায় পরে আরো ৮টি ইউনিট পাঠানো হয়। কিন্তু ইউনিটগুলো পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় ৩টি ঘর পুড়ে যাওয়ায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়