হাসেম ফুডে অগ্নিকাণ্ড : ৩ মাস পর দগ্ধ ছেলের মরদেহ পেলেন বাবা

আগের সংবাদ

রোহিঙ্গাদের অস্ত্র-অর্থের উৎস কী

পরের সংবাদ

গুরু মাশরাফি শিষ্য তাসকিন

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেটে সাবেক ক্রিকেটাররা গুরুরূপে বর্তমানদের পথ বাতলে দিয়েছেন বিষয়টা নতুন কিছু নয়। সালাহউদ্দিন, নাজমুল আবেদীন ফাহিমরা যার বড় উদাহরণ। কিন্তু বর্তমানরা একে অপরের কোচ বনে যান এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। অবশ্য গতকাল মিরপুরে দেখা গিয়েছে এমন দৃশ্য। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বনে গেছেন বোলিং কোচ। মূলত টাইগার পেসার তাসকিন আহমেদের অনুরোধে কাল তিনি গুরুর দায়িত্ব পালন করেন। গতি আর সুইংয়ে তাসকিন ভালো করলেও বোলিংয়ে স্লোয়ার কৌশল আয়ত্ত করতে ম্যাশের দ্বারস্থ হন তিনি।
তাসকিনের সঙ্গে মাশরাফির ক্যামেস্ট্রিটা টাইগার দর্শকরা প্রথম দেখেছিল ২০১৫ সালে বুক উঁচু করে উদযাপন করার মাধ্যমে। বয়সে, অভিজ্ঞতায় সিনিয়র মাশরাফি দলের সবাইকে সাহস জুুগিয়েছেন, দিয়েছেন পরামর্শ। ২০১৮ সালে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে গ্যালারিতে বসে লিটনকে যে বার্তা দিয়েছিলেন তা এখনো চোখে ভাসে টাইগার সমর্থকদের। তবে মাশরাফি গুরু হিসেবে সবচেয়ে বেশি যার পছন্দ সেটা তাসকিনের। জানেন বড় ভাই হিসেবেই। প্রিয় বড় ভাইয়ের কাছ থেকে স্লোয়ারের টিপস পেয়ে খুব খুশি তাসকিন বলেন, ‘ব্যস্ততার মাঝে মাশরাফি ভাই আমাকে সময় দিয়েছেন, এটাই অনেক।’
উপস্থিত সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তাসকিন বলেন, ‘ভাইয়াকে (মাশরাফি) বলছিলাম একদিন সময় দেয়ার জন্য। কারণ আমার আসলে পেস, সুইং এগুলো উন্নতি হচ্ছে কিন্তু স্লোয়ারের দিক থেকে একটু পেছানো। স্লোয়ার ডেলিভারি উন্নতি করতে চাই। ভাইয়াকে বলতাম। ভাইয়া এসে কিছু গ্রিপ দেখাল, একেকজনের একেকরকম অ্যাকশন হয়। এগুলো একটু চেষ্টা করে দেখতে পারো। আমার কাছে ভালো লাগল কিছু কাটারের গ্রুপ দেখিয়েছে। আশা করি, এগুলো প্রয়োগ করলে ফল হবে।’
মাশরাফি তাকে স্লোয়ার ডেলিভারি ছোড়ার কয়টি গ্রিপ দেখিয়েছেন, তাও বলেছেন তাসকিন। ডান হাতি এই পেসার বলেন, ‘মূলত দু-তিনটি গ্রিপ দেখিয়েছেন। বলেছেন, একসঙ্গে এত কিছু নিয়ে তো কাজ করা যাবে না। যেহেতু সামনেই অনেক খেলা, আপাতত কাটার ট্রাই করতে বলেছেন। ওইটাই দেখালেন। ম্যাশের পরামর্শ ছিল, যদি ভালো লাগে এটা কন্টিনিউ করতে পার। এটা আয়ত্তে এলে আরেকটা।’ তাসকিন আরো যোগ করেন, ‘আমার স্লোয়ার অন্যদের থেকে একটু দুর্বল। তবে আজ মাশরাফি ভাই যে গ্রিপ দেখিয়েছেন, এগুলো আগেরগুলোর থেকে ভিন্ন।’

পেসই তাসকিনের মূল শক্তি। ২০১৫ বিশ্বকাপের আগে তাসকিন জানিয়েছিলেন, তার লক্ষ্য ১৫০ কিলোমিটার বেগে বল করা। কিন্তু চোটের সঙ্গে সখ্যতায় ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে গিয়েছিল তাসকিন আহমেদের! যদিও হার মানেননি। প্রচণ্ড ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে ফিরেছেন চেনারূপে, আরো ভয়ংকর হয়ে। পেস তার মূল শক্তি হলেও স্লোয়ার নিয়ে কাজ করছেন। তাই বলে মোস্তাফিজুর রহমানের মতো গতি কমিয়ে শুধু স্লোয়ার কিংবা কাটারে মনোযোগ দেয়ার কোনো ইচ্ছা নেই তার। স্লোয়ার ঠিকমতো রপ্ত করতে মাশরাফিকের দ্বারস্থ হয়েছিলেন এই পেসার। বোলিংয়ে নতুন ভ্যারিয়েশন সন্ধানে তাসকিন বলেন, পেসের সঙ্গে আমার কোনো আপস নেই। আমি মোস্তাফিজ হতে পারব না। মোস্তাফিজ কাটার মাস্টার। আমি পেসের সঙ্গে একটু স্লোয়ার যোগ করছি। আমি কাটার আগেও করতাম। আমারটা একটু সোজা যেত, কম ঘুরতো। স্লোয়ারটা কী আসলে একই অ্যাকশনে একটু পেস কমে গ্রিপ করা। সেটাই চেষ্টা করছি।’ স্লোয়ার নিয়ে আত্মবিশ্বাসী তাসকিন আরো বলেন, ‘আগে তো মিরপুরের উইকেটেও আমার কাটার ধরত না। এখন একটু ধরছে। আরো অনুশীলন করব, আরো আত্মবিশ্বাসী হব। হয়তো ভালো হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়