অভিযুক্ত ইভ্যালির ১০ কর্মকর্তা : ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ

আগের সংবাদ

উজানে খরা ভাটিতে দখল-দূষণ : বিশ্ব নদী দিবস আজ

পরের সংবাদ

ঈশ্বরদী : আ.লীগের সম্মেলন ঘিরে দুই পক্ষের প্রার্থী ঘোষণা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : আগামী ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে এক পক্ষের প্রার্থী ঘোষণার ছয় দিন পর অপর পক্ষ তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছহাক আলী মালিথাকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনকের নাম ঘোষণা করা হয়। কনক সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের চতুর্থ সন্তান।
নাম ঘোষণা করেন ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ এমপির সহধর্মিণী কামরুন্নাহার শরীফ। শহরের আলীবর্দী সড়কে আওয়ামী লীগ ঈশ্বরদী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন ব্যানারে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ এমপির বাড়িতে বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সব অঙ্গসংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক পুনো, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছহাক আলী মালিথা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নায়েক (অব.) আব্দুল কাদের, সাহাপুর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আকাল সরদার, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী মিলন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাসসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়