বিজিএমইএ : সব স্থলবন্দর দিয়ে ইয়ার্ন আমদানির সুযোগ দাবি

আগের সংবাদ

করের আওতায় আসছেন ব্যাংকের কার্ডধারীরা!

পরের সংবাদ

ইন্ডিয়ান আইডলে বিজয়ী পবনদীপ

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ভারতের স্বাধীনতা দিবসের দিন টানটান উত্তেজনা নিয়ে ১২ ঘণ্টা ধরে চলে ইন্ডিয়ান আইডল সিজন-১২ গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান। দুপুর ১২টায় শুরু হয়ে অনুষ্ঠান শেষ হয় রাত ১২টায়। এদিন সুরের তালে, নাচে, গানে, উৎসবে মেতে উঠেছিল ইন্ডিয়ান আইডলের মঞ্চ। সব লড়াই শেষে রাত ১২টার পর ১৬ আগস্ট ঘোষণা করা হয়, এবারের চ্যাম্পিয়ন পবনদীপ রাজনের নাম। অবশ্য দর্শকরা আগেই আশা করেছিলেন পবনদীপই এই শোয়ের বিজয়ী হবেন। কারণ তিনি এই শোয়ের প্রতিটি পর্বেই বিচারকদের মন জয় করতে সফল হয়েছেন। সুরের এ দৌড়ে প্রথম রানার্সআপ হয়েছেন অরুণিতা কাঞ্জিলাল ও দ্বিতীয় হয়েছেন সায়লি কাম্বলে। গ্র্যান্ড ফিনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের অংশ নিয়েছিলেন ছয় প্রতিযোগী- পবনদীপ রাজন, অরুণিতা কাঞ্জিলাল, নিহাল তাওরো, মোহাম্মদ দানিশ, শানমুখ প্রিয় এবং সায়লি কম্বলে। ১২ ঘণ্টা গানের লড়াই শেষে জয়ের মালা ওঠে উত্তরাখণ্ডের পবনদীপে গলায়। চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার হিসেবে পবনদীপ ইন্ডিয়ান আইডলের ট্রফির সঙ্গে একটি গাড়ি এবং পুরস্কারের ২৫ লাখ টাকা পেয়েছেন। প্রথম এবং দ্বিতীয় রানারআপ পেয়েছেন ৫ লাখ টাকা করে। এছাড়াও মহম্মদ দানিশ ও নিহাল তৌরো তৃতীয় ও চতুর্থ রানারআপ হিসেবে ৩ লাখ টাকা করে পেয়েছেন। ইন্ডিয়ান আইডল-১২ এর গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। পাশাপাশি ক্যাপ্টেন বিক্রম বাত্রার মা-বাবাও হাজির ছিলেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে। এদিন সিদ্ধার্থ পবনদীপের কাছে বিশেষ অনুরোধ রাখেন, শহীদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানাতে ‘তেরি মিট্টি’ গানটি গাইবার জন্য। আদিত্য নারায়ণের উপস্থাপনায় অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় গায়ক ও গীতিকার জাভেদ আলী, উদীত নারায়ণ, অলকা ইয়াগনিক ও সুখবিন্দর সিং। ‘ইন্ডিয়ান আইডল’র চলতি আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সোনু কাক্কার, আনু মালিক এবং হিমেশ রেশমিয়া। তারাও গ্র্যান্ড ফিনালের মঞ্চে পারফর্ম করেছেন। উল্লেখ্য, গত বছর নভেম্বরের শেষের দিকে ইন্ডিয়ান আইডল ১২-এর সফর শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়