বিজিএমইএ : সব স্থলবন্দর দিয়ে ইয়ার্ন আমদানির সুযোগ দাবি

আগের সংবাদ

করের আওতায় আসছেন ব্যাংকের কার্ডধারীরা!

পরের সংবাদ

অনুদানের সিনেমায় প্রথমবার শাকিব

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : প্রথমবার সরকারি অনুদানের সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। প্রযোজক খোরশেদ আলম খসরু প্রযোজিত ও পরিচালক এস এ হক অলিকের ‘গলুই’ শিরোনামের সিনেমাতে এবার নতুনরূপে হাজির হবেন এই তারকা। এ প্রসঙ্গে পরিচালক এস এ হক অলিক বলেন, ‘ছবির নায়ককে নিয়ে আমরা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই শাকিবের নামটি ছড়িয়ে পড়ছে। তবে আমি সরাসরি এখনই কিছু বলতে চাই না।’ এদিকে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘অনুদানের সিনেমা বলতে এত দিন যে ধারণা ছিল, আমরা সেটা পরিবর্তন করতে চাচ্ছি। এত দিন মনে হতো কম বাজেটের সিনেমা, টেলিভিশনে মুক্তিই হলো অনুদানের চলচ্চিত্র। আমরা এই সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া শাকিবকে যুক্ত করেছি। বেশ বড় বাজেটের সিনেমা হবে এটি।’ শোনা যাচ্ছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। অন্যদিকে পরিচালক অলিক জানান, সেপ্টেম্বরে জামালপুরে এর শুটিং শুরু হবে। সিনেমাটিতে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়