অশ্রুডানায় সূর্য খোঁজার পালা

আগের সংবাদ

শূন্য অর্থনীতি থেকে উন্নয়নের রোল মডেল

পরের সংবাদ

আমিও ছিলাম তোমাদের সেই দলে

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আমিও ছিলাম তোমাদের সেই দলে
যখন তোমাকে হত্যা করেছিল শ্বাপদ শার্দূল
আমিও নিহত হয়েছি রক্তাক্ত বিপুল সখেদে, পিতা
শায়িত হয়েছি তোমারই পাশে ভূতলে
আমার বেদনাহত হাত দুটি করজোড়ে মেলে নভোতলে
ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, বলে।

আমিও নিহত মাতা তোমার ঘরের দরোজায়
যে তুমি সাহসী সংগ্রামে ক্ষত-বিক্ষত সারাটি জীবন
বাংলাকে সযতেœ নিয়েছিলে তুলে বুকে ভালোবেসে
আপোষ করোনি মৃত্যুকে শিয়রে দেখে।

আমিও জামাল কামাল সুলতানা রাসেল আর রোজী
তাদেরই মতো রক্তের উষ্ণতায় রাঙিয়েছি আমার শরীর
যেমন রাঙিয়েছেন কর্নেল জামিল
তবুও তোমাদের মতো কখনো বাসতে পারিনি ভালো
বাংলার হৃদয়
আমাকে ক্ষমা করো, ক্ষমাশীল হে মহান হৃদয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়