৯৯৯-এ কলে ৮ কেজি গাঁজা উদ্ধার

আগের সংবাদ

রবীন্দ্রনাথ ও বাঁশির চিত্রকল্প

পরের সংবাদ

৯৯৯ ফোন : ১৭ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়ে ‘তামান্না মুন্সী-৪’ নামে একটি মাছ ধরার নৌযানের। এরপর নৌযানটি ভাসতে থাকে। ভয় পেয়ে যান জেলেরা। অগত্যা নৌযানের চালক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে অসহায়ত্বের কথা জানান।
এরপরে জরুরি সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে ‘অনুসন্ধান’ জাহাজ গত মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছে ১৭ জেলেকে উদ্ধার করে।
নৌবাহিনী থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার মাছ ধরার জন্য নৌযানটি সাগরে যায়। একপর্যায়ে নৌযানের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবদিয়া থেকে পাঁচ মাইল দূরে সাগরে। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢেউয়ের মুখে পড়ে নৌযানটি।
উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল বুধবার সকালে তাদের নৌযানের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি কুতুবদিয়ায়। আইএসপিআর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়