৯৯৯-এ কলে ৮ কেজি গাঁজা উদ্ধার

আগের সংবাদ

রবীন্দ্রনাথ ও বাঁশির চিত্রকল্প

পরের সংবাদ

এলাকায় আতঙ্ক : রূপগঞ্জে আবারো কারখানায় আগুন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে এবার এম হোসেন কটন এন্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের কেমিক্যালের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে প্লাস্টিক জাতীয় মালামাল পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নেভানোর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক দিনোমনি শর্মা।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, ইউনাইডেট লেদার কারখানার ৪ শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। এটি একটি রপ্তানিমুখী কারখানা। লকডাউনের কারণে কারখানাটি বন্ধ ছিল। দুপুর ১২টার দিকে এম হোসেন কটন এন্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের কেমিক্যালের গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জ¦লতে থাকলে অন্য ভবনের শ্রমিকরা ছোটাছুটি করতে থাকেন। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যায়। এ সময় পুরো এলাকায় মানুষের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ঢাকা, ডেমরা, আড়াইহাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, কাঞ্চন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় থাকা প্লাস্টিক জাতীয় মালামাল পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান, নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন।
ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক দিনোমনি শর্মা বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। তবে সময় মতো আগুনের নেভাতে না পারলে আশপাশের মিল কারখানা ও বসতবাড়িতে আগুন ছড়িয়ে আরো বড় ধরনের ক্ষতি হতে পারত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়