ডিআরআরএ আয়োজিত ওয়েবিনার : প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর দাবি

আগের সংবাদ

মহামারিতেও আনন্দময় হোক ঈদ

পরের সংবাদ

আমরা পা থাকতেও অন্ধ ছিলাম

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আমি যদি তোমার কাছে যেতে পারতাম
তুমি যদি আমার কাছে আসতে পারতে-,
তবে তো কোনো সমস্যাই থাকতো না।
সমস্যা হলো কেন? সমস্যা হলো এজন্য যে, আমরা পা থাকতেও অন্ধ ছিলাম।
আমরা যদি পায়ের অর্থ বুঝতে পারতাম, তাহলে আমরা পরস্পরকে
আরও ভালো করে খুঁজতে পারতাম।
আমরা যদি পায়ের অর্থ বুঝতে পারতাম- তাহলে আমাদের মনের দুয়ার
খোলাই থাকতো, কখনও হতো না বন্ধ।
আমরা পা থাকতেও পায়ের অর্থ
খুব ভালো ক’রে বুঝিনি।
আমরা হাজার বছর ধরে পথ হাঁটিয়াছি
পৃথিবীর ভুল-পথে,
একে অন্যকে খোঁজার মতন খুঁজিনি।
আমরা পা থাকতেও অন্ধ ছিলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়