ফরিদা শিরীন খান
অনিশ্চিত অনিশ্চয়তার প্রহর
আর তো কাটেনা,
মৃত্যুপুরীতে বসত আমাদের!
স্বপের ভোরতো আসেনা।
নিয়তই বিদীর্ণ হৃদয় অ্যাম্বুলেন্সের আর্তনাদে
নিয়ন বাতির আলোতো জ্বলেনা।
সুনসান নীরবতায় অচেতন বিশ্বের মনি,
ঘুম তার ভাঙে না।
আর কত কাল আশা বুকে,
বাঁচব কি মরব জানিনা।
হে রাহমানুর রাহিম রহম করো,
ক্ষমা করো আমাদের। তুমি না করলে
ক্ষমা মোরা পাবো না।