সোহেল রানা
চারিধারে
নীরব-নিস্তব্ধ-নিষ্প্রভ ছায়ার
আবরণে ঢাকা জীবন
জনমানবহীন ধু-ধু প্রান্তর
দৃশ্যত
দু-একটা সারসের পায়চারি
মগডাল থেকে ভেসে আসা ঘুঘুর ডাকে
গৃহবন্দি জীবন বাঁচার প্রণোদনা খোঁজে;
অপেক্ষারত, প্রহর গণনায়:
কখন ঘটবে অবসান
এই ক্রান্তিকাল!