নাজমুল হুসাইন বিদ্যুৎ
এসেছে এক নতুন ভাইরাস করোনা কোভিড নাইনটিন
ছোঁয়াচে স্বভাবের এই ভাইরাসে ধরলে বাঁচা কঠিন।
বাঁচতে হলে দূরে থাকুন একজন আরেকজন থেকে
ধরেছে ভাইরাসে এমন সন্দেহে নিজেকে বন্দি রেখে।
আমাকে ভাইরাসে ধরবে না, এই ভাবনাটা বাদ দিন
যতভাবে বাঁচার নির্দেশনা আছে, রক্ষা পেতে মেনে নিন।
কোনো কিছু ধরার আগে হাত স্যানিটাইজ করুন
নিজে যতটুকু এ বিষয়ে জানেন অন্যকে তা বলুন।
মহামারি থেকে একা যায় না বাঁচা, এটাই সত্য কথা
সবাই নিয়ম মেনে চললে পরে, সারবে করোনার ব্যথা।