বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন ভাড়া বাসায়, মেস, কটেজে থেকে পড়াশোনা করে। কিন্তু গত মার্চের প্রথম থেকে করোনা ভাইরাস প্রতিরোধে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরাও নিজ নিজ বাসা, মেস, কটেজ ছেড়ে বাড়ি ফিরতে বাধ্য হয়। এদিকে বাসা, মেস, কটেজ মালিকরা ভাড়া দেয়ার জন্য শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করছে। বারবার ফোন দিয়ে বিকাশে টাকা পাঠানোর জন্য বলছে। শিক্ষার্থীদের অবস্থা বুঝার চেষ্টা করুন, তাদের পরিবারের কথা একটু ভাবুন।
লেখক : ইমরান ইমন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বসৎধহবসড়হ৪৩২১@মসধরষ.পড়স.