তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও রমজান উপলক্ষে ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তাহিরপুর উপজেলার ৪ জন সংবাদকর্মী। উপজেলা প্রশাসন ও ভিন্ন ধারার সংগঠন কালচারাল সোসাইটি অব বাদাঘাটের সহযোগিতায় গত বৃহস্পতি ও শুক্রবার উপজেলার ৫নং বাদাঘাট ও পাশর্^বর্তী ৪নং বড়দল উত্তর ইউনিয়নের ১০ গ্রামের কর্মহীন, বেকার, অসচ্ছল ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক পরিবারে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১টি সাবান, ১০টি নাপা ট্যাবলেট, ১০টি হিস্টাসিন ট্যাবলেট দেয়া হয়।
এসব সামগ্রী পৌঁছে দেন- কালচারাল সোসাইটি অব বাদাঘাটের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের তাহিরপুর উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ, সিনিয়র সহসভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন তালুকদার, দৈনিক মানবজমিন প্রতিনিধি এম এ রাজ্জাক স্বাধীন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জসিম উদ্দিন, কালচারাল এন্ড কো-অপারেটিভ সোইসাইটি অব বাদাঘাটের সিনিয়র সহসভাপতি সারোয়ার ইবনে গিয়াস প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, উপজেলা প্রশাসন ও তাদের সংগঠনের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগটি ব্যতিক্রম। আমি আশা করি দেশের এই সংকটময় সময়ে নিজের সাধ্য অনুযায়ী সবাই এগিয়ে আসবেন অসহায়দের সহায়তা করার জন্য।