চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্র ও সমাজকে কলুষমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাহসী অভিযানে নেমেছেন এবং সে কারণে একের পর এক মাদক, জুয়া ও টেন্ডার দখলবাজদের দুর্গের পতন হচ্ছে। দেশবাসী ঠিক এটাই প্রত্যাশা করেছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছ থেকে।
বিবৃতিতে তারা দুষ্টের দমনে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সমর্থন করে তা আরো বেগবান করার আহ্বান জানান।
তারা বলেন, যারা এই মহতী অভিযানের বিরোধিতা করবেন তারা সমাজে নিন্দিত হবেন। জনগণের অর্থবিত্ত লুট করে যারা সম্পদের পাহাড় তৈরি করছেন তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহযোগিতা করার জন্য তারা জনগণের প্রতি আহ্বান জানান। নেতারা বলেন, জনগণ সচেতন হলে এসব অনৈতিক সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব হবে।