জাতীয় বিশ^বিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে এম ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা গতকাল বুধবার বেলা ১১টায় গাজীপুর ক্যাম্পাসে একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়েছে। এমফিল প্রোগ্রামে ১৫৯ জন আবেদনকারীর মধ্যে ১২৮ জন এবং পিএইচডি প্রোগ্রামে ২১ জন আবেদনকারীর মধ্যে ১৭ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশীদ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান ও ডিনরা পরীক্ষার হল পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে ২২ মে। পরীক্ষায় উত্তীর্ণদের ১৬ থেকে ২০ জুন পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ এবং ১ জুলাই ক্লাস ও গবেষণা কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তি।