মৃণাল বসুচৌধুরী
যাবতীয় শব্দের আড়ালে
যে শিশুটি নিশ্চিন্তে ঘুমোয়
কুসুমকোরকে রাখা অহংকার নিয়ে
যে নারী অপাপবিদ্ধ
হেঁটে যায় আতঙ্কবিহীন
স্মৃতিকোষে জমে থাকা মুক্তির আনন্দ নিয়ে
যে বালক মেতে ওঠে
অলস সাঁতারে
উত্তাল নদীর বুকে
যে মাঝির কণ্ঠ জুড়ে
ভাটিয়ালি গান
গোলাঘর ছুঁয়ে যে পুরুষ স্বপ্নজালে
নিজেকে জড়ায়
রক্তদাগ মুছে দিয়ে শুরু করে সবুজবরণ
তারা জানে ‘স্বাধীনতা’
মুক্তিকামী মানুষের মিলিত অর্জন
জানে শব্দটির অনন্ত বিস্তার
জানে নিসর্গে ছড়িয়ে রাখা শিকড়ের টান
অহংকারী রামধনু
সাদা মেঘে অন্তরঙ্গ রক্তরাঙা সবুজ নিশান