হাসান হাফিজ
রুখে দাঁড়ানোর শক্তি
জ্বলে উঠবার মতো দুঃসাহস
তন্দ্রা ছিঁড়ে লালবর্ণ জাগরণ
লড়াই করবার মতো কঠিন প্রত্যয়
জয়ের তৃষ্ণায় তপ্ত
মৃত্যুপণ শপথে শাণিত
আকাক্সক্ষার নামই স্বাধীনতা
ভালোবাসবার স্পর্ধা
শৃঙ্খল ভাঙার মতো অগ্নিক্রোধ
আঁধার পাহাড় বিঘ্ন পাথর সরিয়ে
লাঞ্ছনা ও নিপীড়ন বেড়াজাল
দুমড়ে মুচড়ে
ছিঁড়েখুঁড়ে
উড়িয়ে দেবার তেজি দৃঢ়তা অটল
প্রতিবাদে প্রতিরোধে
প্রতিশোধে জিগীষায়
অনন্য সে আগুনের অনির্বাণ শিখা
চিরঞ্জীব জাগরুক সত্তা যে অনড়
তোমার তুলনা তুমি স্বাধীনতা
মুক্তির দীপিত ছটা অসহ্য সুন্দর
আকাশের মতো তুমি শাশ্বত মহান
স্বপ্নতোয়া আবেশে আবেগ তুমি
রক্তফোঁটা চাঁদোয়ার প্রিয় স্বাধীনতা\