মানজুর মুহাম্মদ
তোমার পথে শুয়ে থাকে মহাকাল নিথর
রোদ রাঙায় রুপোয় সোনায় ধূলির বাউল ঝড়
ওখানে একতারার বড়ো বশী মায়া টান
দোয়েল শ্যামা চোখ বুজে শুনে নৈঃশব্দের গান
তোমার পথে পড়ে থাকে কবিতার উন্মুখ শব্দ
ছন্দের তাল সুর
চাঁদের আলোয় লুকোয় আকাশের মুখ
তারার আলস্যে লুটোপুটি খায় ওম সুখ
ওখানে গভীরের অতলে স্পর্শের তৃষ্ণা কাঁদে
বোবা বিলাপে
প্রজাপতি চুপি চুপি ফুল তোলে মোলায়েম গিলাপে।