ইদ্রিস সরকার
তোমার সেই অমর অগ্নিঝরা বজ্রনিনাদ ছিল অবধারিত
শৃঙ্খলিত শেকল ভাঙার গান
অস্তমিত রক্তিম সূর্যটা ছিনিয়ে আনার
সংগ্রামী কণ্ঠে দীপ্ত শপথ
বেরিয়ে পড়েছি আমরাও বজ্রশক্তি নিয়ে
দ্বীপদেশের পাহাড় পর্বত অরণ্য
সাগর এবং গিরিগুহা সঙ্গী করে
শক্রর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি অস্ত্র হাতে
রাহুগ্রস্ত সূর্যটাকে মুক্ত করে আনবো বলেই
তোমার সেই ঐতিহাসিক অঙ্গুলীর ইশারায়
মাটি মানুষ ও মানবতা এবং
লাল টকটকে সূর্যটাকে
মুক্ত করে এনেছি এক নদী রক্তের বিনিময়ে;
মুক্ত মানচিত্রে লাল সবুজের পতাকার
আড়ালে আজো কান পেতে শুনি
তোমার সেই অমর অগ্নিঝরার বজ্রনিনাদ।