রিলু রিয়াজ
ভাবনায় নেই তুমি- তবু চোখে জল
তোমার মায়াবী দুচোখ সাগর অতল
স্বপ্নরা থেমে গেছে কৃষ্ণকালো রাত
নক্ষত্র নিভে গেছে, হাতে নেই হাত।
থোকা থোকা জোনাক জ্বলা, পুরাতন পথচিহ্ন
ভরা ফাগুনেও পাতা ঝরে মড়মড়ে জীর্ণ।
উঁকি দেয় পূর্ণিমা, মেঘের সঙ্গে ভাব
কল্পজুড়ে কালো ছায়া অগোচরে পাপ
মাস যায়,বছর যায়, যুগের পর যুগ
হঠাৎ সামনে তুমি, সেই প্রিয় মুখ।