শামীম আহমদ
আঁধারের দেয়াল ভাঙে
মুক্তিকামী চোখ,
ডানাঝরা রোদে ঘরে ফিরে নদী রক্তের স্রোতে ভেসে
আর আমি বুকের পাঁজরের নিচে দাফন করি
অনাকাক্সিক্ষত শবের মিছিল।
শামীম আহমদ
আঁধারের দেয়াল ভাঙে
মুক্তিকামী চোখ,
ডানাঝরা রোদে ঘরে ফিরে নদী রক্তের স্রোতে ভেসে
আর আমি বুকের পাঁজরের নিচে দাফন করি
অনাকাক্সিক্ষত শবের মিছিল।