লক্ষ্য সবার…
শাহমুব জুয়েল
উদাসী দিন গেছে ভেসে মলাটের পাতা বাজে কণ্ঠস্বর
কোলের কিনারে, চেপে ধরে খ্যাতির মিছিল।
নির্মম রক্তের দাগ ধরা দেয় নদীর স্রোতে, পথে
জঙ্গলে-ঝোঁপের শিয়রে ভার্চুয়ালে আর গ্রন্থাগারে
কত গল্প কত ক্ষোভ কত মানুষ কত প্রাপ্তি দেয়ালে দেয়ালে
এ বিজয়ের গল্প। ঠ্যাডা বাঙালির চোখে চোখ রেখে
ভেজা ত্রিশকাঁথায় ত্রিশ সংখ্যাতেই বিজয়ের আসুক নেমে।
হঠানোর বয়স নেই, থাকতেও নেই, ফুঁসে উঠো সেই ¯েøাগানে
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু বঙ্গকন্যা
মুক্ত হাসিতে অদম্য বাংলাদেশে উন্নয়নের বন্যা।
ইতিহাস কয়, শোধহীন সময় আসে অন্যরকম ভাঁজে
সবার ভিড়ে সকলে দাঁড়ায় অসংখ্য হাসি হেসে-
আনন্দ উজান বায়। সেই সাহস সেই দেশ
ক্লান্তিহীন পথনির্মাণে দুর্বার এগিয়ে যায়।
জাগছে এবার জাগছে এবার …বিজয় সানাই বাজছে আবার
বিজয়, ডিসেম্বর এবার লক্ষ্য সবার…