গত ১৮ মার্চ প্রাইমএশিয়া বিশ্বাবদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আইকিএসি কনফারেন্স সেন্টারে পালিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মো. স্কুল অব বিজনেসের ডিন, প্রফেসর ড. এএইচএম হাবিবুর রহমান, স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন, প্রফেসর ড. এজেএম ওমর ফারুক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন, প্রফেসর শেখ মো. হাসানুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমবিএয়ের প্রোগ্রাম ডিরেক্টর মো. জিল্লুর রহমান এবং ধন্যবাদ বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিযারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম এ খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএয়ের প্রোগ্রাম ডিরেক্টর ড. মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।