ব্যাধিগ্রস্ত শরীর জেগে
ওঠে দৈনন্দিন অভ্যাসে
আমরা কেন যাই না তবে দীর্ঘশ্বাস ছেড়ে
রাত্রিরা যদি মায়াবিনী হয়
তুমি তবে কেন মেতে ওঠো
জন্মনেশায়
ডট ডট ডট…
ডগার ঘামগুলো
মিশে গেছে রমণীয় নিঃসঙ্গতায়
অভিমানের হাওয়ারা ছুটেছিল বলে
প্রণয়ের পাত্র থেকে
ঝরে গেছে চোখ
কাশফুলের সাদা হেমন্তের সাথে
যদি না ওড়ে নদী
অভিমানে দীর্ণ দাঁতে শুয়ে থাকে নগ্ন স্তন
:: শিহাব শাহরিয়ার