×

রাজনীতি

আত্মহত্যার আগে ফেসবুকে যা লিখেছিলেন ছাত্রলীগ নেত্রী শায়লা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১০:৪২ পিএম

আত্মহত্যার আগে ফেসবুকে যা লিখেছিলেন ছাত্রলীগ নেত্রী শায়লা

শায়লা শিকদার

রাজধানীর ইডেন মহিলা কলেজের শায়লা শিকদার নামে এক ছাত্রলীগ নেত্রী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে তিনি আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

জানা গেছে, শায়লা শিকদার ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি ইডেন শাখা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে শোকের বার্তা। শায়লা শিকদার মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নিজের ওপর বিরক্তি’ প্রকাশ করে স্টোরি শেয়ার করেন। যেখানে লিখা ‘Fed up about wonself’.

তার অকাল মৃত্যুতে বন্ধু-বান্ধব কেউই বিষয়টি মেনে নিতে পারছে না। অনেকেই তাকে ঘিরে শেয়ার করছেন আবেগঘন স্ট্যাটাস। মর্তুজা মাহমুদ নামে একজন লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, আপনার জন্য কেন জানি চোখের পানি আটকে রাখতে পারছি না। আল্লাহ আপমাকে জান্নাতুন ফেরদাউস দান করেন।’ 

তানিশা জাহান হালিমা নামে তার এক বন্ধু লিখেছেন, ‘পরোপারে ভালো থাক, এটা কি করলি তুই বান্ধবী।’

শায়লার মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় সাবলেট রুমে থাকতেন তিনি। ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান।

এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শায়লা। পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে বিকেল পৌনে ৪টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা-কামাল-কাদের নির্দেশদাতা

হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা-কামাল-কাদের নির্দেশদাতা

সমাবেশে ককটেল বিস্ফোরণ, মামলায় আসামি আ.লীগ নেতাসহ ১৩৬

সমাবেশে ককটেল বিস্ফোরণ, মামলায় আসামি আ.লীগ নেতাসহ ১৩৬

পুলিশের উপপরিদর্শকের ছেলেকে গুলি করে হত্যা: এসআই শাহাদাৎ রিমান্ডে

পুলিশের উপপরিদর্শকের ছেলেকে গুলি করে হত্যা: এসআই শাহাদাৎ রিমান্ডে

বন্যায় ইউরোপজুড়ে নিহত ৮

বন্যায় ইউরোপজুড়ে নিহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App