বেনজির-জিয়াউল-আজিজসহ আয়নাঘরের খলনায়ক ছিলেন কারা, জানালেন সালাহউদ্দিন
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১০:১৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংহতি সভায় বক্তব্য দেন। ছবি: ভোরের কাগজ
৬১ দিন গুম থাকার পর ভারতের শিলংয়ে উদ্ধার হওয়ার পর ৯ বছর নির্বাসিত থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আমি আজকে খোলাসা করে বলতে চাই, আয়না ঘরের প্রধান খলনায়ক ছিলো বেনজীর (বেনজীর আহমেদ) ও জিয়াউল হাসান। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এক সংহতি সভায় তিনি এ কথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, একজন চাকুরিচ্যুত হয়েছে, আরেকজন গ্রেপ্তার হয়েছে। এখানে একজন বলে গেছেন, জিয়াউল হাসানকে কোনো ইন্টারোগেশন করা হচ্ছে না। আমি একমত। তখন কর্ণেল ছিলো এখন মনে হয় তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে রিটায়ার করে তারপর তাকে গ্রেপ্তার করে নাটক সাজিয়েছে… ডিবিতে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য। কয়েকদিন…আপনারা সংবাদপত্রের বন্ধুরা কেউ কি দেখেছেন জিয়াউল হাসান আজ পর্যন্ত কারো গুমে তার ভুমিকার কথা স্বীকার করেছে। করে নাই। কারণ জিয়াউল হাসানের পেছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিলো তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে। আমি বলতে চাই সরিষার মধ্যে ভূত রেখে এই অন্তর্বতীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না।
আরো পড়ুন: গুম নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল
তিনি বলেন, জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে এখন এমনভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী ২/৩ দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম-খুন-অপহরণ হয়েছে তা বলতে যেন সে বলতে বাধ্য হয়। অন্যথায় জেনে রাখবেন…চাপ দিচ্ছি না সরকারের ওপরে…ছাত্র-জনতা এখনো আন্দোলনে আছে। তাকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে।
বেনজীর এই গুম-খুনের জন্য একজন মহাখলনায়ক। হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখার জন্য যার ভূমিকা ছিলো অপরিসীম। সে এখন কোথায়? তাকে খুঁজে বের করতে হবে। সে যেখানেই আছে পৃথিবীর যেখানে থাকুক সেখান থেকে টেনে হেচড়ে নিয়ে এসে আমাদের কাছে সোপর্দ করতে হবে, বাংলাদেশে তার ন্যায় বিচার করতে হবে। ডিবি হারুন (হারুন অর রশিদ), মনিরুল ইসলাম কোথায়? চৌধুরী আবদুল্লাহ আল মামুন কোথায়? তাদের গ্রেপ্তার করে, তদন্ত করতে হবে, বিচার করতে হবে এটা শত শহীদের রক্তের অঙ্গীকার।
তিনি আরো বলেন, এই গুম-খুনের রাজত্ব কায়েম করেছে শেখ হাসিনা। নাম্বার ওয়ান থেকে শুরু করতে হবে। শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে। আমি দাবি করছি দিল্লি সরকারকে তাকে যেন ফেরত দেয়া হয়। যদি ফেরত না আনা হয় তাহলে আন্তর্জাতিক আদালতে তার বিচার করা হবে। সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ (আজিজ আহমেদ) বাংলাদেশে বহু গুম-খুনের নায়ক। তাকেও গ্রেপ্তার করতে হবে বলে যোগ করেন তিনি।
আরো পড়ুন: আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা
এসময় গুমের পর ৬১ দিনে ‘আয়না ঘরে’ বন্দিত্বে নির্মম অত্যাচারের বিভীষিকাময় দিনগুলোর কথাও তুলে ধরেন সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির মানবাধিকার কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, গুম হওয়া ইলিয়াস আলী স্ত্রী তাহসিনা রুশদির লুনা, চৌধুরী আলমের মেয়ে খাদিজা আখতার, মায়ের ডাকের সমনন্বয়ক সানজীদা ইসলাম তুলিসহ গুম হওয়া পরিবারের কয়েকজন সদস্য বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে গুম হওয়া সদস্যদের স্মরণ করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।