বন্যা: ভারতের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানালেন জাতীয় পার্টি মহাসচিব
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:০২ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, কোন সতর্কীকরণ ছাড়া ভারত বাঁধ খুলে দেয়ার কারণে বাংলাদেশে এই ভয়াবহ বন্যা হয়েছে। আমি ভারতের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। শুক্রবার (২৩ আগস্ট) বনানীস্থ কার্যালয় মিলনায়তনে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠন বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোন রাষ্ট্র যদি নদীর গেইট খুলে দেয় তবে অবশ্যই ভাটির দেশগুলোকে আগাম জানিয়ে দেয়ার বিধান রয়েছে। অথচ গেইট খুলে দেয়ার আগে ভারত সরকার বাংলাদেশকে কোনো রকম সতর্ক করেনি। এই সভা থেকে ভারতের এমন কর্মকান্ডের নিন্দা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন- জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, দলটির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, এ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, মোস্তফা আল মাহমুদ, শেরীফা কাদের প্রমুখ।
আরো পড়ুন: অন্তর্বর্তী সরকার চাইলে সবধরনের সহযোগিতা দিতে প্রস্তুত: জিএম কাদের