বন্যা নিয়ে যে দাবি করলো আওয়ামী লীগ, ফেসবুকে স্ট্যাটাস
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১০:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
দেশের কয়েকটি জেলায় চলমান বন্যা পরিস্থিতির পূর্বাভাস বিষয়ে বিগত সরকারের সময়ই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আলোচনা হয়েছিল। আওয়ামী লীগের ফেসবুক পেইজে এই দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে দুটি স্থানীয় দৈনিকের গত জুলাইয়ের দুটো খবরের স্ক্রিনশটসহ একটি পোস্ট করা হয়।
সেখানে লেখা হয়, সরকারের অনেকেই বলছেন– এই বন্যা পরিকল্পিত, প্রাকৃতিক দুর্যোগ না। অথচ গত মাসের একনেকের সভাতেই আগস্টের এই বন্যার পূর্বাভাসের কথা বলা হয়েছিল। সেই সঙ্গে পূর্বপ্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছিল।
ওই পোস্টে আরো বলা হয়, বর্তমান সরকারের উপদেষ্টারা রাষ্ট্র সংস্কারের নামে প্রশাসনের সব স্তরে বদলি, নিজেদের পছন্দের লোক বসানোতে এতটাই ব্যস্ত ছিলেন যে বন্যার পূর্বাভাস পাওয়ার পরও কোনো ব্যবস্থা নিলেন না।
পোস্টের শেষে বলা হয়, সত্যিই আমরা জাতি হিসেবে খারাপ সময় পার করছি। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েও কয়েকটি পোস্ট করা হয়েছে আওয়ামী লীগের ফেসবুকে পেইজে।