ডা. রফিক
আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি পাশে থাকবে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৮:২৬ পিএম
ছবি: ভোরের কাগজ
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা সুস্থ না পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে। এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের পূর্নবাসন করা হবে। তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যে যারা পঙ্গু হয়েছেন তাদের তালিকার কাজ আমরা শুরু করেছি। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেখতে এসে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন: কৃত্রিমভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে ভারত: রিজভী
ডা. রফিক বলেন, ইতোমধ্যে তারেক রহমানের নির্দেশে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিজি হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল, চক্ষু বিজ্ঞান হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালসহ রাজধানীর বিভিন্নস্থানে গিয়েছি এবং আর্থিক সহযোগিতা করেছি। আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যাদের উন্নত চিকিৎসা দরকার তাদের সুচিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।