×

রাজনীতি

সংশয় নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা: রিজভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম

সংশয় নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা: রিজভী

ছবি: ভোরের কাগজ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 'আমরা যেটা শুনেছি ৫ আগস্ট শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে যাচ্ছিলেন হেলিকপ্টারের পাইলটকে মনে হয় বলেছেন আগরতলা কতদূর, আগরতলা কতদূর। তার মনে এতটাই সংশয় ছিল জনগণ মনে হয় এবার তাকে আর ছাড় দেবে না।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, '৫ আগস্ট সারা ঢাকা শহরে বিস্তার লাভ করেছিল শুধু মানুষের কাফেলা, মানুষের মিছিল। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এক মহানগর থেকে আরেক মহানগর জেলা সদর প্রত্যেকটি জায়গায় শুধু মানুষ আর মানুষ। একেবারে শ্রাবণের বর্ষণের মত অবিরাম ভাবে ঝরছে বিভিন্ন এলাকায় শেখ হাসিনা ওই হেলিকপ্টারেই বুঝতে পেরেছেন আমি জনগণের অভ্যন্তরীণ শক্তিকে বুঝতে পারিনি। তাই তিনি আকুতাকু করছিলেন কখন আগরতলা যাবো, কখন নিরাপদে নামবো।

বিএনপির এই মুখপাত্র বলেন, শেখ হাসিনার আমলে দেশকে নির্যাতনের মধ্যে পতিত হতে হয়েছিল যার যে কাজ সেই কাজ তারা করতে পারেনি। তখন ধরেন একজন ভালো ডাক্তার তার মামার শ্বশুর যদি বিএনপি করতো তাহলে তাকে হাসপাতাল থেকে বিদায় করে দেয়া হতো। কোন একজন ভাল প্রশাসনিক কর্মকর্তা অত্যন্ত স্মার্ট এবং যোগ্যতা সম্পন্ন তাকে একটা ভালো জায়গা দিলে সরকারেরই লাভ হত কিন্তু তার শালা যদি ছাত্রদল করে থাকে অথবা যদি বিএনপির কোন অঙ্গ সংগঠন করে থাকে তাহলে তার ঠিকানা হয়েছে হয় খাগড়াছড়ি না হয় ওএসডি। এইভাবে প্রত্যেকটি জায়গায় এমন এক বন্য একদলীয় কর্তব্যবাদী শাসন শেখ হাসিনা কায়েম করেছিলেন সেখানে উপযুক্তদের যে কাজ সেই কাজ তারা করতে পারেনি বা সে কাজটি করার তাদেরকে সুযোগ দেয়া হয়নি। প্রত্যেকটিতে শেখ হাসিনা খুঁজে বেরিয়েছেন তার দলের লোক কারা আছে। তাদেরকেই উচ্চপদে বসিয়ে তাদেরকে দিয়ে সমস্ত অন্যায় করিয়েছেন।

আরো পড়ুন: জরুরি বৈঠক ডাকলো বিএনপি

তিনি বলেন, 'তাদেরকে দিয়ে আয়না ঘর করিয়েছেন, তাদেরকে দিয়ে গুম করিয়েছেন, তাদেরকে দিয়ে ক্রসফায়ার দিয়েছেন। একটা ভয় তাকে সব সময় তাড়া করত বিরোধীদলের অস্তিত্ব থাকা মানেই শেখ হাসিনার পতন কোন না কোন সময় অত্যাশূন্য হয়ে উঠবে। এই ভয় থেকেই বিরোধীদল শূন্য বিএনপি শূন্য একটি বাংলাদেশ গড়ার প্রাণবন্ত চেষ্টা করেছে শেখ হাসিনা। চেষ্টা করার পর উজার করে দিয়েছেন গ্রামের পর গ্রাম নগরের পর নগর জনপদের পর জনপদ কেউ তার নিজের এলাকায় থাকতে পারতো না কেউ তার নিজের বাড়িতে থাকতে পারতো না আজকে বছরের পর বছর কেউ ঢাকায় সিএনজি চালিয়েছে কেউ ঢাকায় রিকশা চালিয়েছে কেউ ঢাকায় বাসের কন্টাকটার হয়েছে অর্থাৎ নিজের দেশের লোককেই বন্দি করে রেখেছিল শেখ হাসিনা। শুধুমাত্র তার নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। এটা একটা ভয়ংকর ধরনের মানসিক অসুস্থতা থেকে শেখ হাসিনা এই কাজগুলো করেছেন।

রিজভী বলেন, 'শেখ হাসিনা চেয়েছে বিচার প্রাঙ্গণে যুবলীগ-ছাত্রলীগের বিচারপতি থাকতে হবে। যারা ছাত্রলীগের ক্যাডার ছিল তাদেরকে তিনি পুলিশে ঢুকিয়েছেন তাদেরকে গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন। তারা শেখ হাসিনার ইচ্ছা পূরণ করার জন্য যা কিছু করার দরকার তাই করেছেন। বিএনপির বড় বড় নেতাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে শারীরিকভাবে টর্চার করা হয়েছে। বিনা দ্বিধায় সেই সমস্ত কাজ করেছেন পুলিশ কর্মকর্তারা আমরা সবাই তাদের নাম জানি।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, 'শেখ হাসিনা কোথায় যেন একটা ভুল করে বসে ছিলেন সেই ভুলটা হচ্ছে তিনি বিশ্বাস হারিয়েছিলেন সেই বিশ্বাস হারানো থেকেই ভুলটা। সেটা হচ্ছে তিনি জনগণের যে শক্তি সেই শক্তিটা তিনি উপলব্ধি করতে পারেননি এইখানে একটা তার বড় ভুল হয়ে গিয়েছিল।

আরো পড়ুন: গণতন্ত্র, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে চাই: মির্জা ফখরুল

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'যে গণতান্ত্রিক প্রত্যয়ের জন্য আমরা লড়াই করেছি আমাদের এত লোক শহীদ হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে কচি বাচ্চারা যে অকাতরে জীবন দিয়েছে পুলিশের সেই ভাইরাল হওয়ার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে একটা মারি সেখানে আর একজন এসে দাঁড়িয়ে যায়। শুচিন্তিতভাবে আমাদেরকে কাজ করতে হবে।

আমরা কোন মিডিয়া ভাঙতে চাই না কোন মিডিয়া যেন আমাদের দ্বারা আতঙ্কিত না হয়। মানুষ যেন আমাদের উপরে নির্ভয়ে আস্থা রাখতে পারে বাংলাদেশে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানকে বিশ্বাস করে মান্য করে তাদের নীতি আদর্শকে অনুসরণ করে তারা হবে জনগণের একটা নিরাপত্তার বেষ্টনী।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জেলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App