আন্দোলন চালিয়ে যেতে হবে: মির্জা আব্বাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১০:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৬ বছর আন্দোলন হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় আরো কিছুদিন আন্দোলন চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘চুরির অর্থ উদ্ধার করতে পারলে দেশের অর্থনৈতিক সংকট অনেকটাই কেটে যাবে। লুটেরা এখন দেশেই আছে, তাদের গ্রেপ্তার করতে হবে।’ শত নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়নি দাবি করে তিনি বলেন, ‘এখানেই হলো আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পার্থক্য।’
আরো পড়ুন: আল্লাহর বিচার অত্যন্ত নির্মম: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ট্রল হচ্ছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কিন্তু এখানে প্রতিবাদ করবো না। কারণ, আন্দোলনের কারণেই তাকে নিয়ে ট্রল করার সুযোগ পাচ্ছেন। খালেদা জিয়াই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
বিএনপির এই নেতা বলেন, নিজেদের মান ইজ্জত সম্মান বাঁচাতে হলে চাঁদাবাজ, লুটেরা ও ডাকাতদের প্রতিহত করতে হবে। ‘দেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী ফোন করে আমাকে বলছেন, একজন লোক তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এরা কেউ কিন্তু বিএনপির নয়। এরপরও বিএনপির ঘাড়ে দায় চাপানো হচ্ছে।’ এসময় বিএনপির মধ্যে কোনো চাঁদাবাজ থাকলে তাদেরও সাবধান হতে বলেছেন মির্জা আব্বাস।