ব্রেকিং |
১৫ আগস্ট ছুটি বাতিল চেয়ে কড়া বিবৃতি দিলো হেফাজতে ইসলাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১০:১১ পিএম
ছবি: সংগৃহীত
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল চেয়ে কড়া বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে আগামী ১৫ আগস্টের মধ্যে সারাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।
সোমবার (১২ আগস্ট) হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো অবিলম্বে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করুন। কোনো ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না।
আরো পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালেন জামায়াতের আমীর
বিবৃতিতে আরো বলা হয়েছে, রাষ্ট্রীয় অর্থ-সম্পদ লুটপাট করে ফ্যাসিস্ট শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে, সেগুলো ১৫ আগস্টের আগেই সরিয়ে ফেলে দেশকে কলঙ্কমুক্ত করার ইমানি দায়িত্ব পালন করুন। দেশবাসীকে নির্মোহভাবে ফ্যাসিবাদের সব শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব এবং এর পুনরুত্থানের সমস্ত শিকড় উপড়ে ফেলতে হবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। তবে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বর্ষপঞ্জি হিসেবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি।
তবে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার এবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে কি না এবং এই ছুটি বহাল থাকবে কিনা; এই নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।