×

রাজনীতি

যেভাবে ২৬ বছর পর কারামুক্ত হলেন শিবির নেতা নাছির উদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৮:১৯ পিএম

যেভাবে ২৬ বছর পর কারামুক্ত হলেন শিবির নেতা নাছির উদ্দিন

ছবি: সংগৃহীত

২৬ বছর ৪ মাস কারাভোগের পর মুক্ত হয়েছেন শিবির নেতা চট্টগ্রামের নাছির উদ্দিন। রবিবার (১১ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত পান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

নাছিরের বিরুদ্ধে ডাবল, ট্রিপল মার্ডারসহ মোট ৩৬টি মামলা ছিল। এর মধ্যে ৩১ মামলায় খালাস পেয়েছেন তিনি। দুটির মামলার সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন ইতোমধ্যে। বাকি ৩ মামলায় জামিন পেয়ে মুক্ত হন। এর মধ্যে সর্বশেষ ৮ আগস্ট একটি মামলায় জামিন হয়। আগেই ২টি মামলার জামিন হয়েছিলো তার।

নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বলেন, নাছিরের বিরুদ্ধে বর্তমানে ৩টি মামলায় বিচারাধীন রয়েছে। সবকটি মামলায় তিনি জামিন পেয়েছেন। রবিবার (১১ আগস্ট) সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হয়েছেন।

জানা গেছে, ১৯৯৭ সালের প্রথম দিকে চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকায় নাছিরকে ধরতে একবার অভিযান চালায় পুলিশ। সে সময় নাছিরের লোকজন ভারী অস্ত্র দিয়ে কাউন্টার অ্যাটাক করেছিলেন। সন্ত্রাসীদের পক্ষ থেকে তখন প্রায় দেড় হাজার গুলি ছোড়া হয়। পুলিশের ২টি গাড়িও পুড়িয়ে দেয়া হয়। এরপরেও তাকে গ্রেপ্তার করা যায়নি। একই বছরের শেষের দিকে আবারো সেখানে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে ৭/৮টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ওই সময় বিডিআর সেলিমসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হলে আবারো পালিয়ে যান নাছির।

আরো পড়ুন: সোমবার থেকে চলবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম

সর্বশেষ ১৯৯৮ সালের ৬ এপ্রিল আরেকটি অভিযানে চট্টগ্রাম কলেজ হোস্টেলের ছাত্রাবাস থেকে নাছিরকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে আর্মসভিত্তিক নেতা রাজনীতি নিয়ন্ত্রণ করতেন নাছির। তার সংগ্রহে ছিল একে ৪৭, এসএমজি, এলএমজিসহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক গণপূর্তমন্ত্রী ও তার স্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা

সাবেক গণপূর্তমন্ত্রী ও তার স্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা

গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক

গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক

সিঙ্গাপুরে না গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো করুন: হাসনাত আবদুল্লাহ

সিঙ্গাপুরে না গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো করুন: হাসনাত আবদুল্লাহ

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App