অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ নেতা হানিফের অভিনন্দন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৮:৫২ পিএম
মাহবুব-উল আলম হানিফ
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। একইসঙ্গে সারাদেশে ‘চলা নারকীয় তাণ্ডব’ বন্ধে এই সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার পর নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ কথা জানান মাহবুবউল আলম হানিফ। তবে তার ফেসবুক পেজটি ভেরিফায়েড নয়। ফেসবুক পোস্টে হানিফ লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এ খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপন করেন।
শেখ হাসিনা সরকারের পতনের পরই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়, দলটির নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।