×

রাজনীতি

‘নিজেদের রাজাকার দাবি করা শিক্ষার্থীরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৫:৪৩ পিএম

‘নিজেদের রাজাকার দাবি করা শিক্ষার্থীরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না’

ছবি : ভোরের কাগজ

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিরোধীতা করে যারা আন্দোলন করছে এবং নিজেদেরকে রাজাকার দাবি করে স্লোগান দিচ্ছে, তারা কখনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। এই দেশ স্বাধীন হওয়ার পেছনে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাদের অসম্মান করা হচ্ছে। দেশের স্বাধীনতাকে অসম্মান করা হচ্ছে। এদের ব্যাপারে আমাদের দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

সোমবার (১৫ জুলাই) কুমিল্লার তিতাস উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন : কোটা আন্দোলনকারীদের স্লোগান নিয়ে যে দাবি করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আজকের এই অবস্থানে হঠাৎ করেই চলে আসেনি। অনেক সংগ্রাম আর ত্যাগের পরই আজকের এই অবস্থা তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এখন সারা দেশের মানুষের কাছে আস্থার ও ভরসার স্থান। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ নিরাপদ।

তিনি আরো বলেন, কোটা আন্দোলনে বিএনপি জামায়াত ভর করেছে। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যেন বিএনপি জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে।

এসময় তিনি আগামী আগষ্ট মাসের কর্মসূচি গুলো সফল করার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। 

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল সংযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাসিন ভূঁইয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App