গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে : নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান
মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৩:৩৪ পিএম
ছবি: ভোরের কাগজ
“গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে, তাই গাছ নিধন নয়, রোপনই হতে পারে বিশুদ্ধ শ্বাস নেয়ার একটা মাধ্যম” বলে মন্তব্য করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।
রবিবার (১৪ জুলাই) সকালে জেলা পরিষদের বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ১টি গাছ কাটলে, ন্যুনতম ৫টি গাছ লাগানো উচিৎ। কেননা এই গাছই আমাদের বিশুদ্ধ অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। বোনাস স্বরুপ পাচ্ছি গাছের ফল ও কাঠ। এছাড়াও বিভিন্ন ঔষধী গাছের ফল, পাতা, মুল ও ছাল সবটাই আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়।”
আরো পড়ুন: পদ্মার শাখা নদীতে ভাঙ্গনের তীব্রতা, বিলীন হচ্ছে দোকান-বাড়িঘর
জেলা পরিষদের অর্থায়নে জেলা সদরের বিভিন্ন সড়কের পাশে ৩ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপনের কর্মসূচী হাতে নিয়েছে নীলফামারী জেলা পরিষদ। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়াস্থ টেক্সটাইল থেকে খানসামাগামী সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, প্রধান সহকারী আব্দুল হাই প্রমুখ।
প্রসঙ্গত, গেল ২০২৩-২৪ অর্থবছরে জেলা পরিষদের বিভিন্ন খাত থেকে আয় এবং এডিপি থেকে প্রাপ্ত বরাদ্দ জেলার বিভিন্ন সামাজিক উন্নয়নের পাশাপাশি অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপসহ আর্থিক সহায়তা এবং অসুস্থ অসহায় মানুষদের হুইল চেয়ারসহ চিকিৎসার আর্থিক সহায়তার বন্দবস্ত করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক।